8661

07/17/2025 হিজাব ইস্যুতে যা বললেন কঙ্গনা

হিজাব ইস্যুতে যা বললেন কঙ্গনা

রাজটাইমস ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২৯

পুরো ভারত কর্ণাটকের হিজাবকাণ্ডে উত্তাল। এ বিষয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের মন্তব্য জাহির করেছেন।

সোশ্যাল প্ল্যাটফর্মে কঙ্গনা লিখেছেন— ‘যদি সত্যিই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না।’

বলিউডের বরেণ্য অভিনেত্রী শাবানা আজমি পছন্দ করেননি কঙ্গনার এ মন্তব্য। তিনি বললেন— ‘যত দূর আমি জানি, আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ। আর ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তাই তো?’

সম্প্রতি বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে অনেক দিন ধরেই জটিলতা দেখা যাচ্ছে। এমনকি বিষয়টি নিয়ে আদালতে মামলাও দাখিল হয়েছে। এর মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়।

যেখানে দেখা যায়, এক ছাত্রী বোরকা-হিজাব পরে কলেজে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয় বিজেপির একদল সমর্থক। এ সময় তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষুব্ধ পরিবেশ তৈরি করে। তাদের সামনেই প্রতিবাদ জানিয়ে ওই তরুণী ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]