8792

05/02/2024 চীনের আরও ৫৪ অ্যাপ নিষিদ্ধ হচ্ছে ভারতে

চীনের আরও ৫৪ অ্যাপ নিষিদ্ধ হচ্ছে ভারতে

রাজটাইমস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১৬

চীনের আরও ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ভারত। দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় ভারত এ নিয়ে ভাবছে। সরকারি কিছু সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এসব অ্যাপের মধ্যে রয়েছে সুইট সেলফি এইচডি, বিউটি ক্যাম, সেলফি ক্যামেরা, ভাইভা ভিডিও এডিটর, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট ও টেনসেন্ট জিরিভার।

এর আগে একই কারণে গত বছরের জুনে টিকটক, উইচ্যাট, হ্যালোসহ চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত।

পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ২০২০ সালের জুনে ভারত প্রথম দফায় চীনা অ্যাপ নিষিদ্ধ করে।

২০২০ সালে ৫ মে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ১৫ জুন হাতাহাতি–সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হলে উত্তেজনা আরও বাড়ে।

লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা ও চীনের সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে চীনের প্রায় ৩০০টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]