8851

05/02/2025 মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৪

রাজশাহীর গোদাগাড়ির রেল বাজার এলাকার মুদি দোকানী গোলাম মোস্তফাকে অবৈধ মাদকদ্রব্য দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও সুষ্ঠ তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন করেছে গোদাগাড়ী রেলবাজার বনিক সমিতির সদস্য ও এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর সিটি গার্ডেনে এ সংবাদ সম্মেরনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী গোলাম মোস্তফার বড় ভাই জাহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলেন, “মোস্তফা স্টোর” এর মালিক (মুদি দোকান) ব্যবসায়িক গোদাগাড়ী রেল বাজার এলাকায় দীর্ঘ ১৪ বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা পূর্ব-পরিকল্পনা মোতাবেক গত ১৮ জানুয়ারী গোলাম মোস্তফার অগোচরে তার দোকানে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সদৃশ কিছু রেখে র‌্যাবের হাতে ধরিয়ে দেয়। যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট। ফুটেজে দেখা যায় দোকানে ক্রেতা সেজে একজন মাদকদ্রব্য রেখে যান। সংবাদ সম্মেলনে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি এবং নির্দোষ গোলাম মোস্তফার মুক্তি দাবী করেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফার বাবা ইসলাম আলী, মামা মইনুল ইসলাম, আবুল কালাম, স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, ছোট ভাই শাহিন আলম প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]