893

04/24/2024 আসছে গুগলের ‘ভেরিফায়েড কলস’

আসছে গুগলের ‘ভেরিফায়েড কলস’

রাজটাইমস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৯

এবার নতুন এক সেবা নিয়ে হাজির প্রযুক্তি জায়ান্ট গুগল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এল নতুন এক ফিচার। যা টক্কর দেবে জনপ্রিয় ট্রুকলার অ্যাপটিকে।

গুগলের এই নতুন সেবার নাম ‘ভেরিফায়েড কলস’। যে ফিচার আপনাকে জানিয়ে দেবে ফোনের ওপারে কে রয়েছেন। ঠিক কী কাজ করবে এই ফিচার?

গুগলের এই সার্ভিসের মাধ্যমে অনেকটাই কমে যাবে কল হ্যারেসমেন্ট। এই সেবা ব্যবহারকারীরা ফোন রিসিভ করার আগেই জেনে যাবেন যে, কে কল করছেন, কী কারণেই বা ফোন করা হচ্ছে। ফলে গোটা বিশ্বে ভুয়া ফোনের সাহায্যে যে সমস্ত অপরাধমূলক কাজ ঘটে থাকে, তা আটকানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে বিশেষ এই সুবিধা পেতে গুগল ফোন অ্যাপটি গুগল পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে।

ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েডের গুগল অ্যাপে সংযুক্ত এই ফিচারটি পাবেন। শীঘ্রই ওই অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে, যেখানে ‘ভেরিফায়েড কলস’ ফিচার অন্তর্ভুক্ত থাকবে। শুধু ভারত নয়, স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন। খবর-ইত্তেফাক

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]