8946

04/30/2025  অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

 অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

৯ মার্চ ২০২২ ১০:৪৭


রাজশাহীতে মঙ্গলবার বিকেলে এক যুবককে অপহরনের অভিযোগে দুই অপহরনকারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় উদ্ধার করা হয় অপহৃত যুবককে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইসমাইল হোসেন@ রিপন (৩৫), পিতা-মোঃ সাকের আলী, সাং- মোল্লাপাড়া (লিলিহলের মোড়), থানা-কাশিয়াডাঙ্গা ও মোঃ তরিকুল ইসলাম (২৯), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-আলিগঞ্জ (পশ্চিমপাড়া), থানা-রাজপাড়া, আরএমপি ।

ঘটনা সূত্রে জানান গেছে, খাইরুল ইসলামের ছোট ভাই মোঃ মিনারুল ইসলাম (২৫), এক বছর পূর্বে মোঃ ইসমাইল হোসেন @ রিপনের কাছে থেকে ৫৫,০০০/-টাকার দামে পুরাতন হিরো হোন্ডা ১০০ সিসি মোটরসাইকেল কাগজপত্রসহ ক্রয় করে। গত ৭ মার্চ দুপুরে মিনারুল কে ফোন দিয়ে রিপনের কাছে থেকে ক্রয়কৃত উক্ত মোটরসাইকেলের জিডিটাল নাম্বার প্লেট নেওয়ার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকে। মিনারুল ডিজিটাল নাম্বার প্লেট নেওয়ার জন্য রিপন ও তরিকুলের সাথে চান্দুড়িয়া বাজারে যায়। সেখানে যাওয়ার পর রিপন আরো একটু সামনে যাইতে হবে বলে কৌশলে প্রলোভন দেখিয়ে মিনারুলকে অপহরণ করে রিপন ও তরিকুল পূর্ব পরিকল্পানা মোতাবেক গোদাগাড়ী থানাধীন কাঁকনহাটে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং সেখানে রশিদ্বারা হাত পা বেধে হাতুরী দিয়ে মিনারুলকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং বিভিন্ন ধরণে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।

হাতুরের আঘাতে মিনারুলের পিঠে এবং পায়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। তারপর ইসমাইল হোসেন @ রিপন মিনারুলের হাত থেকে তার ব্যবহৃত ফোন নিয়ে তার বড় ভাই খাইরুল কে রিং করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। পরে খাইরুল ইসলাম রাজশাহী জেলা ডিবি পুলিশ কে বিষয়টি জানালে রাজশাহীর পুলিশের একটি টিম অভিযান শুরু করে। পরে আসামী তরিকুলকে মেট্রা প্লাস মোটরসাইকেলসহ আটক করে এবং তার দেওয়া তথ্য মতে জামাল মন্ডল মোড় হতে রিপনকে আটক করে ও অপহরণের শিকার মিনারুল কে উদ্ধার করা হয়। মিনারুল তানোর মথুরাপুর গ্রামের আব্দুস সালামের ছোট ছেলে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]