9111

05/03/2025 পিতার বাইক থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

পিতার বাইক থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৫ এপ্রিল ২০২২ ০২:১৬

রাজশাহীর গোদাগাড়ীতে পিতার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু এক নিহত হয়েছে। এই ঘটনায় বাবা আহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের জৈটাবটতা এলাকায় গোদাগাড়ী-আমনুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাড়ে চার বছরের শিশু আনাস গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে ইকবাল হোসেন তার ছেলেকে নিয়ে জমি দেখতে আসে জৈটাবটতলা এলাকায়। এ সময় জমি থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে শিশু আনাস ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় মোটরসাইকেল থেকে হেলে পড়ার সময় বাবা ছেলেকে ধরতে গিয়ে নিজে নিজেই মোটরসাইকেল থেকে পড়ে বাবা ছেলে দুজন আহত হয়। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে শিশু আনাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]