9233

05/17/2024 ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষে রাস্তায় ইডেনের শিক্ষার্থীরা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষে রাস্তায় ইডেনের শিক্ষার্থীরা

রাজটাইমস ডেস্ক

২০ এপ্রিল ২০২২ ০২:৫২

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় নেমে এসেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন।

এ সময় তাদের হাতে ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’-লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে নীলক্ষেত মোড়ে এ দৃশ্য দেখা গেছে।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নীলক্ষেত মোড় ও গণতন্ত্র তোরণে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকেও শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে প্রথমে জড়ো হন। পরে নীলক্ষেত মোড় অবরোধ করেন।

এসময় ঢাবি শিক্ষার্থীদের তোরণে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে এবং ঢাবিতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা।

প্রসঙ্গত, নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। মঙ্গলবার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]