9268

07/15/2025 ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২২ ০৪:০৯

রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেল পুলিশের রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই কিশোর। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত হবে। কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানা গেলে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]