04/30/2025 প্রত্যাবর্তনের গল্প আবাহনীর, ড্রয়েই সন্তুষ্টি মোহামেডানের
রাজটাইমস ডেস্ক
২৬ এপ্রিল ২০২২ ০৫:৪২
২ গোল খেয়ে সেগুলো একে একে পরিশোধ করা। সমতায় ফেরার পর আবার পাল্টা ২ গোল দেওয়া সহজ বিষয় নয়। গোপালগঞ্জের শহীদ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ সে কঠিন কাজই করে দেখিয়েছে আবাহনী লিমিটেড আর শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে তারা।
ম্যাচের ৫০ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে আবাহনী। এরপর যেন তাদের মনে হলো, পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলের বিপক্ষে এভাবে হারা যায় না!
মুক্তিযোদ্ধার খেলোয়াড়দের ওপর দিয়ে বয়ে গেল ১৫ মিনিটের ঝড়। ৬৫ থেকে ৮০ মিনিটের মধ্যেই আবাহনীর ৪ গোল। ধরে নেওয়া হচ্ছিল, ৪-২ গোলেই জিততে যাচ্ছে আবাহনী। ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধানটা ৪-৩ করেছেন মুক্তিযোদ্ধার তেতসুয়াকি মিসওয়া। জোড়া গোল করেছেন জাপানি এই ফরোয়ার্ড।
আবাহনীর হয়ে জোড়া গোল করেছেন উইঙ্গার রাকিব হোসেন, ১টি করে গোল দানিয়েল কলিনদ্রেস ও রাফায়েল আগুস্তোর।
২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর ৬৫ মিনিটে ক্ষতে প্রলেপ দেওয়া শুরু করেছিলেন আবাহনীর কোস্টারিকার ফরোয়ার্ড কলিনদ্রেস। পরের মিনিটেই ২-২ করেছেন রাকিব হোসেন। ৮০ মিনিটে শেষ গোলটিও তাঁর। মাঝে ৭৫ মিনিটে আবাহনীর অন্য গোলটি ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েলের।
গোপালগঞ্জে আবাহনী প্রত্যাবর্তনের গল্প লিখলেও বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাব তা পারেনি। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করতে পারায় সন্তুষ্টি তাদের। ম্যাচ শেষে অপ্রীতিকর এক দৃশ্যই দেখা গেল মোহামেডান শিবিরে। নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মোনেকে আর মোহামেডানের টিম লিডার আবু হাসান প্রিন্সের মধ্যে প্রায় হাতাহাতিই বেধে যাচ্ছিল। ভাগ্যিস মোহামেডানের খেলোয়াড় ও কর্মকর্তারা তাঁদের ঠেকিয়েছেন।
বড় বাজেটের দল গড়েও লিগের প্রথম পর্বে ভালো করতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। ১১ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে ছিল তারা।
লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আজ ভালো ফুটবল উপহার দিয়েছে জুলফিকার মাহমুদের দল। আজ বড় ব্যবধানে জিততে পারত তারা। একটি বল সাইড পোস্টে লেগে আসা ছাড়াও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট।
আজ মাত্র দুজন বিদেশি নিয়ে মাঠে নেমেছিল শেখ রাসেল। দুজনই লিগের দ্বিতীয় পর্বে নাম লেখানো আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের ও ঘানার ফরোয়ার্ড রিচার্ড গ্যাডজে। দিদিয়ের দলকে ভালো সহযোগিতা করতে পারলেও রিচার্ডের ম্যাচ ফিটনেসে প্রচুর ঘাটতি আছে বলেই মনে হলো।
শেখ রাসেলের গোলটি মোহাম্মদ জুয়েলের। ২১ মিনিটে অফসাইড ফাঁদ ভেঙে গোলটি করেছেন এই ফরোয়ার্ড। দিদিয়েরের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোল করেছেন তিনি। চলতি মৌসুমে এটি তাঁর চতুর্থ গোল।
৫২ মিনিটে বদলি নামা দীপকের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করার সুযোগ পেয়েছিলেন হেমন্তও। তাঁর নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। উল্টো ৮৮ মিনিটে জাফর ইকবালের গোলে সমতায় ফেরে মোহামেডান। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে কোনাকুনি বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন এই উইঙ্গার। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র।
দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল সাইফ। দ্বিতীয়ার্ধে বাড়িয়েছে একের পর এক গোল। সাইফের জোড়া গোল করেছেন উজবেকিস্তানের মিডফিল্ডার আশরুর গফুরোভ। ১টি করে গোল করেছেন এমফোন উদোহ, এমেকা ওগবুগ, ফয়সাল আহমেদ ও সাজ্জাদ হোসেন।
আজ প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল চারটি। দিনের আরেক ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও চট্টগ্রাম আবাহনী।
এতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী। চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২২। ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোহামেডান, ১১তম স্থানে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ৭।