935

05/04/2024 উদীয়মান ফুটবলার উন্নতি খাতুনের পাশে দাঁড়াল সরকার

উদীয়মান ফুটবলার উন্নতি খাতুনের পাশে দাঁড়াল সরকার

রাজটাইমস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:২৬

স্বর্ণপদক জেতা দেশের নারী ফুটবলার উন্নতি খাতুনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার। আর্থিক সংকটে ভোগা উন্নতি খাতুন পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাঁচ লাখ টাকা অনুদান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া অনুদান জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে তুলে দেন যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

উদীয়মান এই ক্ষুদে ফুটবল তারকা ২০১৭ সালে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে হয়েছিলেন সেরা খেলোয়াড়। এ বছরের শুরুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা উন্নতি খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নিয়েছিলেন স্বর্ণপদক।

মিডিয়ায় উন্নতি খাতুনের দৈন্যদশার সংবাদ প্রকাশিত হলে তা সরকারের দৃষ্টিগোচর হয়। করোনাভাইরাসের কারণে ঝিনাই-দহের শৈলকুপায় উন্নতি চরম আর্থিক সংকটে পড়েন। মিডিয়ায় সেই খবর এলে উন্নতির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের দেয়া ২৪ হাজার টাকার মাসিক ক্রীড়া ভাতার চেকও উন্নতির হাতে তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম।
খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]