9583

11/05/2025 প্রথম টেস্টে খেলবেন সাকিব, জানালেন মুমিনুল

প্রথম টেস্টে খেলবেন সাকিব, জানালেন মুমিনুল

রাজ টাইমস

১৫ মে ২০২২ ০৪:০৫

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব খেলবেন বলে জানিয়েছেন মুমিনুল। শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ তথ্য জানিয়েছেন।

করোনা নেগেটিভ হয়ে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। আজ সকালে মাঠে নেমে অনুশীলনও করেছেন। কোচ-অধিনায়কের সঙ্গে কথাও বলেছেন। তবু প্রথম টেস্টে তার খেলা নিয়ে একটা সংশয় ছিল। মাত্রই করোনা থেকে সুস্থ হয়েছেন। এমন অবস্থায় পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলা কঠিনই বটে। গতকাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও বলেছিলেন, আংশিক ফিট সাকিবকে তিনি খেলাতে চান না।

তবে আজ সংবাদ সম্মেলনে এসে সব সংশয় দূর করে দিলেন অধিনায়ক মুমিনুল হক। জানিয়েছেন, চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলবেন। তিনি বলেন, 'অনুশীলনে সাকিব ভাইকে দেখে আমার কাছে ভালোই মনে হয়েছে।' কাল একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নে মুমিনুল বলেন, 'হ্যাঁ, তিনি খেলবেন।'

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]