9601

04/28/2024 ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশিসহ উদ্ধার ৮১

ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশিসহ উদ্ধার ৮১

রাজটাইমস ডেস্ক

১৬ মে ২০২২ ০৮:১৪

লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে ৮১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে ৩২ বাংলাদেশি রয়েছে।

দেশটির নৌবাহিনী জানায়, তিউনিসিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত একটি নৌকায় এই অভিবাসন প্রত্যাশীদের সন্ধান মেলে।

বাংলাদেশি ছাড়াও উদ্ধারকৃতদের মধ্যে ৩৮ জন মিশরীয়, ১০ জন সুদানের এবং একজন মরক্কোর নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৩৮ বছর বয়সের মধ্যে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

তিউনিসিয়ার সীমান্তবর্তী লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে ইউরোপের উদ্দ্যেশে রওনা হন তারা।

নৌবাহিনী জানায়, উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ভূমধ্যসাগরে হয়ে ইউরোপে যাওয়ার পথে প্রায় নৌকা ডুবে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া যায়। গত মাসে ইউরোপে যাওয়ার প্রস্তুতির সময় ৫৪২ জন শরণার্থীকে আটক করেছিল লিবিয় কর্তৃপক্ষ। দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো থেকেই উন্নত জীবনের আশায় অবৈধভাবে অনেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]