9638

05/05/2024 প্রাথমিক নিয়োগ পরীক্ষায় : নগরীতে নিষেধাজ্ঞা

প্রাথমিক নিয়োগ পরীক্ষায় : নগরীতে নিষেধাজ্ঞা

রাজ টাইমস

১৮ মে ২০২২ ০৫:০৩

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা ২০২০ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি নগরীতে নিষেধাজ্ঞা জারি করেছে। আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
আরএমপি’র সূত্রে জানা যায়, আগামী ২০ মে শুক্রবার সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩ টি কেন্দ্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য শুক্রবার শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২’শ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার কেন্দ্রসমূহ হলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল (বিজিবি), রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ, মাদার বখশ্ গার্হস্থ অর্থনীতি কলেজ, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, মতিহার, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, শাহ্ মখদুম কলেজ, বরেন্দ্র কলেজ, বি.বি. হিন্দু একাডেমী, শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি পি, এন বালিকা উচ্চ বিদ্যালয়, শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, হেতেম খাঁ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, (২৫) হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী কোর্ট একাডেমী, হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ, লক্ষীপুর, ভাটাপাড়া, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]