9639

05/03/2025 গোয়ালঘর থেকে ভোজ্য তেল উদ্ধার

গোয়ালঘর থেকে ভোজ্য তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২২ ০৫:০৫

নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ী সিরাজুল ইসলামের গোয়ালঘর থেকে ৭’শ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামের ব্যবসায়ীর নিজ বাড়ির গোয়ালঘর থেকে ওই তেল উদ্ধার করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির জানান, উপজেলার জোনাইল বাজারে থানা পুলিশের সহায়তায় মেসার্স শাহানা ট্রেডার্সে অভিযান চালানোর সময় খবর পান ওই দোকানের মালিক সিরাজুল ইসলামের বাড়িতে তেল মজুদ আছে। পরে তার গ্রামের বাড়ি চৌমুহানে অভিযান চালালে গোয়ালঘরে মজুদ ৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে অবৈধ মজুতকরণের অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]