9660

08/02/2025 করোনা শনাক্ত কমেছে, মৃত্যু নেই টানা ৪ সপ্তাহ

করোনা শনাক্ত কমেছে, মৃত্যু নেই টানা ৪ সপ্তাহ

রাজ টাইমস

১৯ মে ২০২২ ০৪:৪৫

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। ফলে টানা ৪ সপ্তাহ করোনায় কারো মৃত্যু হয়নি বাংলাদেশে।

এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

বুধবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২ জনের শরীরে।

ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৪৪ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৩৮ জনে।

এর আগে মঙ্গলবার ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়, তবে মারা যাননি কেউ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]