9775

04/20/2024 রাজশাহীতে গজিয়ে উঠেছে নকল বৈদ্যুতিক তারের কারখানা

রাজশাহীতে গজিয়ে উঠেছে নকল বৈদ্যুতিক তারের কারখানা

নিজস্ব প্রতিবেদক

২৭ মে ২০২২ ০৪:৪৩

রাজশাহীতে গজিয়ে উঠেছে নকল বৈদ্যুতিক তারের কারখানা। এসকল কারখানায় তৈরি করা হচ্ছে নামিদামি ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার। এমন একটি কারখানা এবি কেবলস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুই লাখ টাকা জরিমানা করে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকায় অবস্থিত এই নকল বৈদ্যুতিক তার অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকায় এবি কেবলস নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বুদ্ধদেব নকল তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিআরবি কেবলস এর ৩ হাজার গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও পিতলের ফর্মা জব্দ করা হয়। এই সময় কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]