9776

05/05/2024 রাবির ১৫ বিভাগে আসন কমছে ১৬৮

রাবির ১৫ বিভাগে আসন কমছে ১৬৮

রাবি প্রতিনিধি

২৭ মে ২০২২ ০৪:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে শিক্ষার গুগগত মান উন্নয়নও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ২১-২২ সেশনে ১৬৮টি আসন কমানোর এ উদ্যেগ নিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে জানা যায়, গত শিক্ষাবর্ষে কোটা ব্যতীত আসনসংখ্যা ছিল ৪,১৭৩ টি এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কোটা ব্যতীত আসনসংখ্যা ৪,০০৫ টি। ইতিহাস বিভাগে আসন কমেছে ১০ টি, বাংলা বিভাগে ২০ টি, নাট্যকলা বিভাগে ৫টি, অর্থনীতি বিভাগে ১০ টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০ টি, সমাজকর্ম বিভাগে ২০ টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০ টি, লোকপ্রশাসন বিভাগে ১০ টি, নৃবিজ্ঞান বিভাগে ৬ টি, ফোকলোর বিভাগে ৬ টি, মনোবিজ্ঞান বিভাগে ৫ টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫টি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০ টি, প্রাচ্যকলা, চিত্রকলা এবং ছাপচিত্র বিভাগে ১৫ টি এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে আসন কমেছে ৬ টি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও যথোপযুক্ত দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা-সামর্থ্য এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসনসংখ্যা কমানো হয়েছে। এ সিদ্ধান্তের ফলে পাঠদান দ্বিমুখী এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের সভাপতি সরকার সুজিত কুমার বলেন, 'আমাদের একাডেমিক কমিটির সিদ্ধান্তে আসন কমানো হয়েছে। বিভাগের কয়েকজন শিক্ষক অবসরে যাওয়ায়, আমরা শিক্ষক সংকটে রয়েছি । তাই শিক্ষার্থী কমানোর সুপারিশ করে বিভাগ। আমি ব্যক্তিগতভাবে এ সিদ্ধান্তের পক্ষে না। ২০ জন ছেলে যদি ভর্তির সুযোগ পেত, তবে তারা দেশের সম্পদে পরিণত হতো।'

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]