9792

07/21/2025 রাজশাহীতে মির্জা নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীতে মির্জা নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২৯ মে ২০২২ ০৩:৪০

রাজশাহীর বেসরকারি মির্জা নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করে। নগরীর তেরোখাদিয়া স্টেডিয়াম মোড়ে কলেজের সামনে বিক্ষোভে বিএসসি ইন নার্সিংয়ের চারটি ব্যাচের প্রায় দেড়শ শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, অন্যান্য কলেজে ফরম পূরণের ফি সর্বোচ্চ আড়াই হাজার টাকা। কিন্তু তাদের কলেজে ফি পাঁচ হাজার। নিয়ম-নীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জিম্মি করে ফি আদায় করছে। এর প্রতিবাদ করলে উল্টো জরিমানা করা হয়।

তারা আরও জানান, নিজস্ব হাসপাতাল না থাকায় তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস করানো হয় না। এতে তারা প্র্যাকটিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। কলেজে ভালো কোনো শিক্ষকও নেই। হ-য-ব-র-ল অবস্থায় কলেজটি চলছে। এসবের প্রতিবাদেই তারা এ কর্মসূচি শুরু করেছেন। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা এ ধরনের কর্মসূচি পালন করবেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]