995

05/04/2024 ট্রাম্পকে পম্পেওর লাগাম টানতে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পকে পম্পেওর লাগাম টানতে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২০ ২১:২৪

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সাবধান করতে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দেয়া এক টুইটে এমন আহবান করেন জারিফ।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে।

এরই পাল্টা প্রতিক্রিয়ায় জারিফ বলেন, মাইক পম্পেও যুক্তরাষ্ট্রকে আরও বেশি হাসির পাত্রে পরিণত করার আগেই ট্রাম্পের উচিত নিজের পথ পরিবর্তন করা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় দেশটি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিতে পারে না বলে জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য সব সদস্যরা।

এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে রাজি হননি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যদিও এর পরও যুক্তরাষ্ট্র বলছে, ২০ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই দাবিকে হাস্যকর উল্লেখ করে বলেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়নি বলে নিরাপত্তা পরিষদের অন্য সব সদস্য ঘোষণা দেয়ার পরও পম্পেও বারবার একই কথা বলে যাচ্ছেন। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]