রুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরিজ্ঞান সভা অনুষ্ঠিত

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৫ ১৫:০৪; আপডেট: ১০ মে ২০২৫ ১৯:১৬

- ছবি - ইন্টারনেট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য পরিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) রুয়েট অডিটোরিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি ধাপে এই সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় পুরকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহ, সকাল ৯.৫০ ঘটিকায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভুক্ত বিভাগসমূহ এবং ১১.৫০ঘটিকায় যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে সভাগুলো অনুষ্ঠিত হয়।

পরিজ্ঞান সভায় সভাপতির বক্তব্যে নবাগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রতি রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘ আমি ও আমার দপ্তর সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের যে কেনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।

আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তোমাদের রুয়েট জীবনটা সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা দৃঢ় পরিকর।’ তিনি আরো জানান রুয়েট প্রশাসন যেকোন ধরনের র‍্যাগিং বুলিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স, শিক্ষার্থীরা যেকোন অপ্রীতিকর ঘটনার শিকার হলে ছাত্রকল্যাণ দপ্তরে অভিযোগ জানাতে তিনি আহ্বান জানান।

পাশাপাশি অক্টোবরের মধ্যে রুয়েটের আশি শতাংশ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত, রুয়েটের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনসহ চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তিনি রুয়েট পরিবারের নবাগত সদস্যদের অবহিত করেন এবং ছাত্রকল্যাণ দপ্তরে শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে সফল হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।এছাড়াও রুয়েটকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য রুয়েট রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.এস এম আব্দুর রাজ্জাক উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।ভর্তির সুযোগপ্রাপ্ত সকল নবাগত শিক্ষার্থীকে এবং তাদের শ্রদ্ধাভাজন অভাবাবকগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন,‘আজকের দিনটি রুয়েট পরিবারের জন্য অত্যন্ত আনন্দঘন একটি দিন।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,তোমরা এমন এক সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছো যখন বিশ্ব দ্রুত পরিবর্তনশীল।আমরা সকলেই অবগত চতুর্থ শিল্পবিপ্লব,কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাইমেট চেঞ্জ, ডিজিটাল রূপান্তরের মত চ্যালেঞ্জসমূহ আমাদের সামনে বিদ্যমান।আমি আশা করি,এই বিশ্ববিদ্যালয় তোমাদের উদ্ভাবনী প্রতিভার উন্মেষ ঘটাতে,তোমাদের স্বপ্নের পরিধিকে বিস্তৃত করতে এবং অপার সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুত করতে সর্বাত্মক সহায়তা করবে।

এছাড়াও আমি আশা করি,প্রকৌশলী হওয়ার পাশাপাশি তোমরা মানবিক গুণাবলী ও নেতৃত্বের গুণাবলী অর্জন করবে এবং দেশ ও জাতির জন্য কাজ করার জন্য নিজেদের তৈরি করবে।আমাদের হাজারো গ্রাজুয়েট যারা দেশে বিদেশে প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের অবদান রেখে চলেছে তোমরাও তাদের ধারাবাহিকতা বজায় রাখবে।’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক এবং বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুরকৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থী মো.তুষার হোসেন উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে তার অভূতি প্রকাশে বলেন,‘ দেশের অন্যতম সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং কৃতজ্ঞ।এই বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমার জন্য একটি স্বপ্নের যাত্রার শুরু। আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে শক্তিশালী, টেকসই ও নিরাপদ অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।অসংখ্য নতুন পরিচিত মুখের মাঝে নার্ভাস হলেও সকলের নিকট সহযোগিতাপূর্ণ সম্পর্ক কামনা করছি।’

সভায় জানানো হয়, আগামী (১২মে) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

উল্লেখ্য চার বছর পর রুয়েটে এবার একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে এমসিকিউ ও লিখিত উভয় ধাপেই মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top