প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা ১৫ ফেব্রুয়ারি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩১; আপডেট: ২০ মে ২০২৫ ০৩:৪৩
-2021-02-02-18-31-09.jpg)
আগামী ১৫ ই ফেব্রুয়ারী প্রকাশ করা হবে বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা। গণমাধ্যমকে এমন তথ্যই নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের প্রতিবেদন আসলেই আমরা বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করব। আমরা আশা করছি, আগামী ১৫ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করতে পারব।
তবে ঠিকজন প্রস্তুতকৃত তালিকায় রয়েছে সেটি এখনই বলতে পারছেন না জানিয়ে মোজাম্মেল হক বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশের লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।
প্রসঙ্গত, সরকারি উদ্যোগে দেশের প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছিল। মুক্তিযুদ্ধমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: