10263

08/08/2025 আবারও আদালতের দারস্থ শাহরুখপুত্র আরিয়ান

আবারও আদালতের দারস্থ শাহরুখপুত্র আরিয়ান

রাজটাইমস ডেস্ক

২ জুলাই ২০২২ ০৪:৪১

আবারো আদালতের দারস্থ হতে হলো শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এবার আদালতে পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদন জানান আরিয়ান।

গত ২৭ মে মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তরফ থেকে বেকসুর খালাস পান আরিয়ান খান। তবে এখন পর্যন্ত আরিয়ান ফেরত পাননি তার বাজেয়াপ্ত হওয়া পাসপোর্ট।

এমনকি নিশ্চয়তাও মেলেনি কবে পাবেন সেই পাসপোর্ট। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জুন) ক্ষুব্ধ হয়ে পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদন জানান আরিয়ান।

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়া-গামী একটি প্রমোদতরী থেকে হঠাৎ আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই ঘটনায় পুরো ভারত জুড়ে উঠে আলোচনার ঝড়। তার একদিন পর গ্রেফতার দেখানো হয় আরিয়ানকে।

যদিও তল্লাশি করে আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি। কিন্তু তারপরেও নিম্ন আদালত বারবার তার জামিন খারিজ করে দেয়। অবশেষে ২৯ দিন আর্থার রোড জেলে থাকার পর মুম্বাই হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]