10538

05/07/2025 রাজশাহীতে বজ্রপাতে নিহত ১

রাজশাহীতে বজ্রপাতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট ২০২২ ০৫:৪০

রাজশাহীতে পুঠিয়াতে বজ্রপাতে আশিক সরকার (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক আশিক নাটোর উপজেলার বাঘাতিপাড়া ইউনিয়নের করমদসি গ্রামের সিহাব সরকারের ছেলে। এসময় নিহত আশিকের বাবা সিহাব সরকার (৫০), করমদসি গ্রামের আঃ মোমিন (৬৫), জমসেদ আলী (৫০) ও হফিজুর রহমান (৪২) আহত হয়েছেন।

সোমবার (০১ আগোস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিষটি নিশ্চিত করেছেন জামনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য দিলরুবা বেগম। তিনি বলেন, সকালে করমদসি গ্রামের আক্তারের মোড় নামক একটি চা স্টলে তারা চা পান করতে যায়। এসময় সেখানে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে আশিক ঘটনাস্থলে মারা যায়। বজ্রপাতে আঘাতে আশিকের বাবাসহ আঃ মোমিন, জমসেদ আলী ও হাফিজুর রহমান আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]