1117

05/01/2025 রাজশাহীতে গীর্জায় ধর্ষণের ঘটনায় ফাদার গ্রেফতার

রাজশাহীতে গীর্জায় ধর্ষণের ঘটনায় ফাদার গ্রেফতার

রাজটাইমস ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৯

রাজশাহীর তানোর উপজেলায় গীর্জায় আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফাদারকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফাদার প্রদীপ গ্রেগরীকে রাজশাহী নগরীর বিশপ হাউজ থেকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল হোসেন।

পুলিশ জানায়, ২৬ সেপ্টেম্বর কিশোরী নিখোঁজ হলে ২৭ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গীর্জা থেকে বন্দি অবস্থায় কিশোরীটিকে উদ্ধার করে।

প্রসঙ্গত, সাধু জন মেরী ভিয়ান্নী গীর্জায় তিনদিন ধরে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করে গীর্জা ফাদার।

  • এসএইচ

 

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]