11220

05/02/2025 বিশাল জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বিশাল জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

রাজ টাইমস ডেস্ক :

২ অক্টোবর ২০২২ ২২:৪২

থাইল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এরফলে বিশাল জয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা।

  • শনিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

১৯.৪ ওভারে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। জবাবে ৫০ বল আগেই ম্যাচ শেষ করে দেয় নিগার সুলতানা জ্যোতির দল। মাত্র ৩০ বলে ১০ চারে ৪৯ রান করেন শামীমা।

এর আগে বল হাতে অবদান কয়েকজনের। লেগ স্পিনে স্রেফ ৯ রান দিয়ে ৩ উইকেট নেন রুমানা আহমেদ। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ১১ রান দিয়ে নেন ২ উইকেট, আরেক বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলাও ১১ রান দিয়ে ধরেন ২ শিকার। সোহেলি আক্তার ১৮ রানে পান ২ উইকেট। অভিজ্ঞ সালমা খাতুন ৪ ওভারে ১৮ রান খরচায় পান ১ উইকেট।

এর আগে কখনো টি-টোয়েন্টিতে থাই মেয়েদের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের। ৫টি ম্যাচ খেলে ৫টিতেই জিতেছে লাল সবুজের দল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]