11256

05/08/2025 নওগাঁয় শাশুড়ি ধর্ষণ মামলায় জামাই গ্রেপ্তার

নওগাঁয় শাশুড়ি ধর্ষণ মামলায় জামাই গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক

৫ অক্টোবর ২০২২ ২২:৫৫

নওগাঁয় শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের ঘটনার মামলায় জামাই ফরহাদ (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৫ অক্টোবর) ভোরে ঢাকার তুরাগ থানাধীন চান্ডালভোগ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নান এর ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ১১ বছরের নাতী মারা গেলে মেয়েকে দেখতে জামাই ফরহাদ এর বাড়িতে যান ভুক্তভোগী শাশুড়ি। গত ২১ সেপ্টেম্বর খাওয়া শেষে রাত ১০টার দিকে পাশের রুমে শাশুড়ি ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে ফরহাদ চুপিসারে তার শাশুড়ির শয়ন কক্ষে প্রবেশ করে স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী বুঝতে পেরে তার মেয়েকে ডাক দেয়ার চেষ্টা করলে ফরহাদ মুখ চেপে ধরে এবং মেরে ফেলার ভয়-ভীতি দেখায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী ভয়ে এবং লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি।

পরদিন বিকেলে ৪টার দিকে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ্য হলে বিষয়টি তার মেয়েকে জানায় এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করে। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামী ফরহাদ পলাতক ছিলেন। পরবর্তিতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়করফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকার তুরাগ থানাধীন চান্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে পলাতক আসামী ফরহাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]