11949

05/01/2025 রামেকে অধ্যাপক সুজিত কুমারের মরদেহ দান

রামেকে অধ্যাপক সুজিত কুমারের মরদেহ দান

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০২২ ০৪:২৫

মৃত্যুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সরকার সুজিত কুমারের দেহ মেডিক্যাল কলেজে দান করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেকে) তার দেহ হস্তান্তর করা হয়। বর্তমানে তার দেহ রামেক কর্তৃপক্ষের তত্ত্বাধানে রয়েছে। 

রামেক সূত্র জানায়, অধ্যাপক সরকার সুজিত কুমারের লাশ বর্তমানে রামেক এর তত্ত্বাবধানে আছে। অধ্যাপক সরকার সুজিত কুমার গত মঙ্গলবার (০৮ নভেম্বর) অবসরোত্তর ছুুটিতে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে ৬৫ বছর বয়সে স্ট্রোক করে মারা যান।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]