11984

05/13/2025 ডিজিটাল উদ্ভাবনী মেলা স্মার্ট বাংলাদেশের অংশ : এনামুল হক

ডিজিটাল উদ্ভাবনী মেলা স্মার্ট বাংলাদেশের অংশ : এনামুল হক

রাজটাইমস ডেস্ক

১১ নভেম্বর ২০২২ ০৮:৫৫

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, সকল দিক দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক সময়ের বাংলাদেশ এখন আর খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ উন্নত বিশে^র সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ বর্তমানে ডিজিটাল এবং স্মার্ট যুগে পদার্পণ করেছে।

যেকোন স্থান থেকে এখন অনলাইনের মাধ্যমে সেবা পাওয়া যায়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এমন কোন ক্ষেত্র নেই যেখানে ডিজিটাল সেবা পাওয়া যায় না। দেশের মানুষকে কোন কাজের জন্য আগের মতো অপেক্ষা করতে হয় না।

বাড়িতে বসেই সরকারি-বেসরকারি সকল সেবাই গ্রহণ করা যাচ্ছে। ডিজিটাল সেবা এখন মানুষের হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। ডিজিটাল এই যুগে এসে পিছনে তাকানোর সময় নেই। প্রতিটি শিক্ষার্থীকে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে জানতে হবে।

প্রযুক্তি ছাড়া আগামীতে যোগাযোগ সম্ভব হবে না। ডিজিটাল উদ্ভাবনী মেলায় তরুণদের অংশ গ্রহণ বৃদ্ধি করতে হবে বলে জানান প্রধান অতিথি।

অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, মৎস্য অফিসার রবিউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলান, একাডেমিক সুপারভাইজার ড. মুহাঃ আব্দুল মুমীত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, জনতা ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল শরিফ প্রমূখ।

উপজেলা বিভিন্ন দপ্তর, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০টি স্টল স্থান পায়। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিরা স্টল পরিদর্শন করেন। এরপর বিকাল ৫ টার দিকে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপ্তি ঘটে।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]