05/02/2025 মেসির গোল আর আর্জেন্টিনার জয়ে রাবিতে ভক্তদের উল্লাস
রাবি প্রতিনিধি:
২৮ নভেম্বর ২০২২ ০০:২৬
মেসির অসাধারণ গোলে ২-০ ব্যবধানে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপ খেলার টিকে রয়েছে আর্জেন্টিনা। এদিকে প্রিয় তারকার দুর্দান্ত গোলে বিজয় উল্লাসে মেতে উঠেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আর্জেন্টিনা সমর্থকরা।
রাতে খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিলে বিজয়োল্লাস করতে দেখা যায় আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীদের। বিভিন্ন স্লোগানে আনন্দ মিছিল করেন তারা। ব্রাজিল সাপোর্টারদের সমবেদনা জানান আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী।
আর্জেন্টিনা সমর্থক মনিরুল ইসলাম বলেন, আমাদের আত্মবিশ্বাস ছিল দল জিতবে। এবারের বিশ্বকাপ প্রিয় দলই নেবে। অনেকেই বলেছিল আর্জেন্টিনার টিকতে পারবে না কিন্তু প্রিয় দল অশুভশক্তিকে রুখে দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। ব্রাজিল সাপোর্টারদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের দোয়া কাজ হয়নি।
ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী তুহিনুজ্জামান বলেন, আর্জেন্টিনা মানেই নতুন কিছু। আজকের খেলায় আমরা নতুন কিছু দেখেছি। মেসির গোলটি ইতিহাসে সেরা হয়ে থাকবে। সামনে আরও নতুন কিছু নিয়ে আসছে প্রিয় দল। দলের প্রতি অনেক শুভকামনা। ওস্তাদের মাইর শেষরাতে সেটা ব্রাজিল সমর্থকদের বুঝতে হবে।
মেসির আরেক ভক্ত নুর আলম নেহাল বলেন, আর্জেন্টিনা মানেই সেরা। প্রিয়দল সবসময় সেরাটা দিয়ে আসছে। আর্জেন্টিনা সাপোর্ট করে কখনো হতাশ হয়নি। তাদের পারফরম্যান্সে অন্যরকম কিছু আছে। সামনে নতুন চমক অপেক্ষা করছে আমাদের জন্য। আজকের পারফর্ম দেখে মনে হয়েছে বিশ্বকাপ আমরাই নিচ্ছি।
এনএ