05/02/2025 বিইআরসি দাম বাড়াতে দেরী করলে, সিদ্ধান্ত নিবে সরকার
রাজটাইমস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২ ২০:২৮
দেশের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়াতে দেরি করলে, বিদ্যুৎ বিভাগ স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। খবর টিবিএসের।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টারপ্ল্যানের তৃতীয় স্টেকহোল্ডার সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে মাস্টার প্ল্যান উপস্থাপন করে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতি।
সম্প্রতি সরকার বিইআরসি আইন ২০১০ সংশোধন করেছে। এর মাধ্যমে গণশুনানি আয়োজন ছাড়াই ইচ্ছেমতো দাম বাড়ানোর ক্ষমতা লাভ করেছে সরকার। এই প্রেক্ষাপটে নিয়ন্ত্রক সংস্থাটির ভুমিকা কী দাঁড়াবে– এমন এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে বিইআরসি বেশি দেরি করলে, সরকার তখন সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, 'দাম সমন্বয়ের ক্ষেত্রে বিইআরসি নিজস্ব প্রক্রিয়ায় কাজ করবে। 'কিন্তু, জরুরি পরিস্থিতিতে সরকার এই সিদ্ধান্ত নেবে'।
এর আগে গত ২১ নভেম্বর পাইকারিতে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি, যা চলতি মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়েছে।