12811

05/04/2025 হাইকোর্টে ফখরুল আব্বাসের জামিন আবেদনের শুনানি আজ

হাইকোর্টে ফখরুল আব্বাসের জামিন আবেদনের শুনানি আজ

রাজটাইমস ডেস্ক

৩ জানুয়ারী ২০২৩ ২০:২১

পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হলে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। খবর বণিক বার্তার। 

গতকাল বিএনপির দুই নেতার জামিন আবেদন আদালতে উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, কামরুল ইসলাম সজল ও সগীর হোসেন লিওন। জামিনের যুক্তি সম্পর্কে আইনজীবীরা বলেন, মামলার এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম নেই। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। এজাহারে নাম থাকা দুজন জামিনে আছেন।

পল্টন থানায় গত ৮ ডিসেম্বর করা এ মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিনের আরজি রয়েছে আবেদনে। মামলায় কেন তাদের জামিন দেয়া হবে না, সে বিষয়ে রুলও চাওয়া হয়েছে।

গত ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে গত ৭ ডিসেম্বর মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়-দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।

এ মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার দেখানো হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তিনবার নাকচ হয়। এ অবস্থায় হাইকোর্টে তাদের জামিন চেয়ে গতকাল আবেদনটি করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]