12861

05/04/2025 তারেক-জোবাইদার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

তারেক-জোবাইদার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

রাজ টাইমস ডেস্ক :

৬ জানুয়ারী ২০২৩ ০৭:৪২

অবৈধভাবে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ছাড়াও ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে করা দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এই আদেশ দিয়েছেন।

এর আগে একই দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক-জোবাইদার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়।

পরে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত বিচারক ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতির প্রতিবেদন জমার নির্দেশ দেন।

অবৈধভাবে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান ছাড়াও তার স্ত্রী জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে ২০০৯ সালের ৩১ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই তিনজনের নামে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারেক রহমানকে। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও ২টি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ২০০৮ সাল থেকে এই দম্পতি লন্ডনে অবস্থান করছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]