12961

05/04/2025 দুর্নীতিবাজ আমলাদের ফাঁসি চান জাপা এমপি

দুর্নীতিবাজ আমলাদের ফাঁসি চান জাপা এমপি

রাজটাইমস ডেস্ক

১৭ জানুয়ারী ২০২৩ ০৮:১৭

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত সরকারি আমলাদের দুর্নীতির ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিচার ও ফাঁসির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

দুর্নীতিবাজ আমলাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কোন কোন আমলার বিদেশে বাড়ি আছে সে তালিকা সংসদে প্রকাশ করে তাদের বরখাস্ত করা উচিত, প্রয়োজনে ফাঁসি দেয়া উচিত।’

আজ সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি কর্ম কমিশন বিল-২০২২ নিয়ে আলোচনায় প্রসঙ্গক্রমে এসব কথা বলেন শামীম হায়দার পাটোয়ারী। এ সময় দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির পক্ষে যুক্তি দিয়ে জাপা এমপি বলেন, ‘একটা মানুষ খুন করলে একজন মানুষ মারা যায়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দেয়। লাখো লোকের জীবন ঝুঁকির মুখে পড়ে। এ অবস্থায় তাদের অবশ্যই শাস্তি দেয়া উচিত।’

শামীম হায়দার পাটোয়ারি আরো বলেন, ‘‌বিসিএসে ২০০ নম্বরের ভাইভা রাখা হয়েছে। এটা পরিবর্তন হওয়া উচিত। যত বেশি ভাইভা থাকবে তত বেশি অনিয়ম। বেশিরভাগ ক্ষেত্রেই লিখিত পরীক্ষার ফলাফল দেয়া হয় না।’

এ সময় একই বিষয়ে সংসদে কথা বলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, (বিসিএস ছাড়া) সরকারের অন্যান্য নিয়োগ পরীক্ষার আলাদা কোনো বডি না থাকায় অনেক সময় দুর্নীতির প্রশ্ন ওঠে। তাই তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগে আলাদা কর্তৃপক্ষ বানানোর প্রস্তাব দেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]