12965

05/04/2025 বরাদ্দ না থাকায় ৬ উপনির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

বরাদ্দ না থাকায় ৬ উপনির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

রাজটাইমস ডেস্ক

১৮ জানুয়ারী ২০২৩ ০৫:০৮

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ৬ আসনে উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠেয় এ ভোটে থাকছে না সিসি ক্যামেরা। কারণ হিসেবে ‘বরাদ্দ না থাকার’ কথা বলা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বগুড়া ৪ ও ৬ আসনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য দেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

ইসি বলেন, ‘উপনির্বাচনে বাজেট কম থাকায় এই ৫টি আসনের কোনোটাতেই থাকবে না সিসিটিভি ক্যামেরা। তবে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সবকিছু করবে নির্বাচন কমিশন।

১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]