12979

08/14/2025 শীতের আরেক সৌন্দর্য!

শীতের আরেক সৌন্দর্য!

সোহরাব হোসেন সৌরভ

২১ জানুয়ারী ২০২৩ ০৬:১৮

এই দৃশ্যকে শীতের সৌন্দর্য না বলে আর কী বলা যায়! সাধারণ সবজি পুঁইশাকের ফুলের জমাট আয়োজন এমনই মনোহর দৃশ্য তৈরি করেছে। পুঁইশাকের এই ফুলের গুচ্ছকে রাজশাহী অঞ্চলে বলা হয় পুঁইমুচড়ি। পুঁইশাকের চেয়ে এই পুঁইমুচড়ির কদরটা আরো বেশি। বাজারগুলোতে এর চাহিদাও রয়েছে। তবে শীত আসলে পুইমুচড়ির চাহিদা অনেক বেড়ে যায়। তাই বাজারজাত করার জন্য এভাবেই পুঁইমুচড়ির বাগান করেছেন এক কৃষক।

ছবিটি রাজশাহী মহানগরীর হাড়ুপুর এলাকা থেকে তুলেছেন ফটোসাংবাদিক সোহরাব হোসেন সৌরভ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]