13166

05/05/2025 পদযাত্রায় ব্যাপক হামলা-সংঘর্ষ

পদযাত্রায় ব্যাপক হামলা-সংঘর্ষ

রাজ টাইমস ডেস্ক :

১২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৫

সারা দেশের ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘিরে অনেক স্থানে ক্ষমতাসীন দলের হামলার পাশাপাশি পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বহু নেতাকর্মী আহত হওয়া ছাড়াও গ্রেফতার হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপির কর্মসূচিতে বাধা, লাঠিচার্জ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিএনপি গতকাল শনিবার প্রতিটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচির ডাক দেয়। তবে বিএনপির কর্মসূচির বিপরীতে সব ইউনিয়নে শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এতে পরিস্থিতি উত্তেজনাকর হতে পারে বলে আগেই আশঙ্কা করা হচ্ছিল।

এ দিকে সহিংস ঘটনার মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ-বিএনপির সংঘর্ষে ২০ জন, ভোলার তজুমদ্দিনে পদযাত্রায় আওয়ামী লীগের হামলায় ৫০ জন, জামালপুরের সদর উপজেলায় ত্রিপক্ষীয় সংঘর্ষে ৪৫ জন, যশোরে পুলিশের লাঠিপেটায় ১৫ জন, লক্ষ্মীপুরে আ’লীগের সাথে সংঘর্ষে ১৫ জন, সিরাজগঞ্জে সংঘর্ষে ১৫ জন, ঝালকাঠির সদর উপজেলায় ১০, কুমিল্লার মুরাদনগরে ১৩ জন বিএনপি নেতাকর্মী আহত হয়। এ ছাড়া বিক্ষিপ্তভাবে আরো অনেক স্থানে হামলা বাধার ঘটনা ঘটে। নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মঈন খানের মিছিলের ব্যানার কেড়ে নেয় পুলিশ। নাটোরে বিএনপির মঞ্চ দখলে নিয়ে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ।

নারায়ণগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, শর্টগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ দাবি করেছে, বিএনপি কর্মীদের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদু বলেন, সাতগ্রাম ইউনিয়ন বিএনপির ব্যানারে নেতাকর্মীরা পাঁচরুখী বাজার থেকে পদযাত্রা শুরু করেন। বাজার থেকে কিছুদূর গিয়ে পদযাত্রা শেষ করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার পরই পুলিশ বাধা দিয়ে অতর্কিত হামলা শুরু করে। পুলিশের হামলায় সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ, ছাত্রদল নেতা ফারুক, যুবদল নেতা হাবিবসহ ২০ জন আহত হওয়ার কথা জানান তিনি। হাবিবের চোখের নিচে রাবার বুলেট লেগেছে। আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ জানান, ছাত্রদল নেতা নাহিদের শরীরে ছিটা গুলি লাগে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জুয়েল বলেন, আহতদের অনেককে গাউসিয়া হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে কর্মসূচি পালন করছিলেন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ সদস্যরা ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, তজুমদ্দিনে পদযাত্রায় আ’লীগের হামলায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আহতদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, সকাল ১০টায় চাঁদপুর, শম্ভুপুর, সোনাপুর, চাচড়া ও মলংচড়া পাঁচটি ইউনিয়নের পদযাত্রা চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রাম থেকে শুরু হয়ে শম্ভুপুর ইউনিয়নের বৌবাজার এলাকায় শেষ হয়। পদযাত্রাটি বৌবাজারের উত্তর মাথায় গেলেই পেছন থেকে আ’লীগ নেতা চাঁদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডর ইউপি সদস্য রফিক মেম্বার, মহিলা মেম্বার পারভীন বেগমের স্বামী আ’লীগ নেতা রফিকের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা হামলা চালান।

লক্ষ্মীপুরে সংঘর্ষে আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার কমলনগরের ফজুমিয়ার হাটে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপির নেতাকর্মীরা ফজুমিয়ার বাজারে কয়েকবার প্রদক্ষিণ শেষে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগের লোকজন তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

চরকাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন সাহেদ বলেন, আমরা পদযাত্রা শেষ করে বক্তব্য দেয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে মারামারি শুরু হয়। অন্যদিকে চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করছিল। এ সময় বিএনপির লোকজন যুবলীগ নেতা মিজানুর রহমান সোহেল বাঙালির উপর হামলা করে।
ঝালকাঠিতে বিএনপির ১০ জন আহত
ঝালকাঠি প্রতিনিধি জানান, গতকাল সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদসংলগ্ন বাজার থেকে গণপদযাত্রা বের করে বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের দিকে যাওয়ার পথে পুলিশ এসে বাধা দেয়। পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেন নেতারা। এদিকে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের মালিবাড়ি ব্রিজ এলাকা থেকে গণপদযাত্রা বের করে ইউনিয়ন বিএনপি। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান কবির, যুগ্ম সম্পাদক শেখ লাভলু ও কৃষক দলের নেতা লুৎফর রহমান মোল্লাসহ ৯ জন আহত হয়। অপরদিকে কেওড়া ইউনিয়নেও পদযাত্রায় হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মুরাদনগরে বাধা সত্ত্বেও পদযাত্রা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা জানান, মুরাদনগর উপজেলায় পুলিশি ও আ’লীগের বাধা উপেক্ষা করে ২২টি ইউনিয়নে পদযাত্রা করে উপজেলা বিএনপি। তবে বিএনপির অভিযোগ তাদের পদযাত্রা কর্মসূচিতে বিভিন্ন স্থানে পদযাত্রায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর আ’লীগ, ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেন। এ সময় উপজেলা বিএনপির ১৩ জন নেতাকর্মী আহত হয়। জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মুরাদনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পদযাত্রা করে। অপরদিকে উপজেলার কামাল্লা, শ্রীকাইল, আন্দিকোট, গাজিরহাট, ছালিয়াকান্দি সহ বেশ কিছু ইউনিয়নে পদযাত্রায় পুলিশ পাহারায় আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়।
গৌরীপুরে হামলা, গাড়ি ভাঙচুর
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গৌরীপুরে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলা অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচ নেতাকর্মী আহতসহ কয়েকটি গাড়ি, মাদরাসা ও বাগি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিকেল ৪টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ায় এ সব ঘটনা ঘটে। আহত নেতাকর্মীরা হলেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান সোহেল, পৌর ছাত্রদলের সহসভাপতি আল নূর, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিশুসহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম ও সেকান্দর আলী।
জামালপুরে পুলিশসহ আহত ৪৫
জামালপুরের সদর উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে উপজেলার তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি চলছিল। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।
সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৪ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়।
যশোরে লাঠিপেটায় আহত ১৫
যশোরে বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও ফতেপুর ইউনিয়নের পদযাত্রা থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেল ৩টায় যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। বিএনপির মরহুম নেতা তরিকুল ইসলামের স্ত্রী যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম সেখানে পৌঁছান। ১০ দফা দাবিতে বাহাদুরপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। শহরের খাজুরা বাসস্ট্যান্ডের দিকে পদযাত্রা অগ্রসর হয়। নওয়াপাড়া মেহগনি মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে যুব উন্নয়ন অধিদফতরের সামনে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। সেখান থেকে এক কর্মীকে আটক করে পুলিশ।

সিরাজগঞ্জে আহত ১৫

সিরাজগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচিতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় সাতটি মোটরসাইকেলে আগুনসহ বেশ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এ ঘটনা ঘটে। কালিয়াহরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর সেখ বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি হামলা চালায়। এতে ১০-১৫ জন হয়েছেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, উভয় পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

খুলনায় পুলিশের বাধা

খুলনা ব্যুরো জানায়, খুলনায় পুলিশের বাধার মধ্য দিয়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। খুলনার বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পালন করে মহানগর ও জেলা বিএনপি। বেলা ১১টায় ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বানিয়াখালী সড়কে দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানের নেতৃত্বে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি ডুমুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সামনে পৌঁছালে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া রূপসা ও পাইকগাছা উপজেলায় পুলিশের বাধায় পদযাত্রা করতে পারেনি বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে নগরীর আড়ংঘাটা ও আটরা-গিলাতলা ইউনিয়নে শান্তিপূর্ণভাবে পদযাত্রা হয়েছে।

রংপুরে ব্যানার কেড়ে নেয়ার অভিযোগ

রংপুর অফিস জানায়, রংপুরের ৭৬টি ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। দুটি জায়গায় ব্যনার কেড়ে নিয়ে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, রংপুর সদর উপজেলার পালিচড়া বাজার, লাহিড়ীর হাট, পানবাজার, মোমিনপুর, কাউনিয়ার মীরবাগ, খানসামা, মধুপুর, পীরগঞ্জের বড় আলমপুর, বড়দরগা, বদরগঞ্জের শ্যামপুর, লোহানিপাড়া, তারাগঞ্জের ইকরচালি, গঙ্গাচড়ার সদর, লক্ষিটারী, মিঠাপুকুরের পদাগঞ্জ, বড়বালা, পীরগাছার চৌধুরানী, কান্দিরহাটসহ জেলার ৭৬ টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার এলাকায় বিএনপি এসব সমাবেশ করে।

চুয়াডাঙ্গায় ৫ নেতা আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জেলার আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া সকাল সাড়ে ১০টা থেকে সন্ধা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বরে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ পালন করে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে বড়বাজার মুক্তমঞ্চে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাটোরে বিএনপির মঞ্চ দখল

নাটোরে বিএনপির পদযাত্রা কর্মসূচির মঞ্চ দখল করে শান্তি সমাবেশ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু এ অভিযোগ করেন। নাটোরে পদযাত্রার জন্য সদর উপজেলার ছাতনী এলাকায় মঞ্চ তৈরি করে দলটির স্থানীয় নেতাকর্মীরা। শহিদুল ইসলামের অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে নাটোর সদরের ছাতনীতে দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা এলাকায় মঞ্চ তৈরি করা হয়। বিএনপির নেতাকর্মীরা সেই মঞ্চে পৌঁছানোর আগেই অন্য রাস্তা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে সেই মঞ্চ দখল করে। পরে আওয়ামী লীগ সেখানে শান্তি সমাবেশ করে। যদিও ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেন।

ড. মঈনের ব্যানার কেড়ে নিলো পুলিশ

নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের পদযাত্রায় ব্যানার কেড়ে নেয়া ও কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এদিকে পদযাত্রা কর্মসূচি পালনের পূর্ব অনুমতি না থাকায় তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করা হয়েছে বলে জানায় পুলিশ। গতকাল সকালে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় পদযাত্রা কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে। এ সময় ড. মঈন খান সাংবাদিকদের বলেন, আমরা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না বলেই পুলিশের উসকানির মুখেও কোনো দ্বন্দ্বে যাইনি। ভবিষ্যতে আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]