05/05/2025 বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা এখনই সম্ভব নয়
রাজটাইমস ডেস্ক :
২২ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২৮
বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে এখনই অন্তর্ভুক্ত সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ প্রসঙ্গে বিপুল অঙ্কের অর্থ খরচের কথা জানান তিনি।
‘জনসংখ্যার নিরিখে বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পাঁচ-ছয় বছর আগে দাপ্তরিক ভাষা করতে লেগেছে ৮০০ কোটি টাকা। এ মুহূর্তে এত পরিমাণ অর্থ ব্যয় করা যুক্তিসঙ্গত হবে না।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন শাহরিয়ার আলম।
তিনি বলেন, ‘যেহেতু একুশে ফেব্রুয়ারির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যেটি চূড়ান্ত রূপ লাভ করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে। তাই আমরা এটিকে দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ নেব।’
আরো বলেন, ‘গত কয়েক বছর ধরে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কার্যক্রমের প্রস্তাবনা নিয়ে কাজ করছে। জাতিসংঘের বৃহত্তম পুনর্গঠন যখন হবে তখন আমরা আমাদের বিষয়টি তুলে ধরব।’