04/30/2025 পাকরা আসবে বাংলাদেশে
রাজটাইমস ডেস্ক
১৫ অক্টোবর ২০২০ ০১:১৬
বাংলাদেশের মাটিতে পাক বাহিনীর সর্বশেষ পা পড়েছিল ২০১৫ সালে। দীর্ঘ চার বছর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট টিম।
আগামী বছরের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফিউচার ট্যুর প্লান অনুসারে এমনটাই জানা গেছে।
সর্বশেষ দেশে এসে হোয়াইটওয়াশ হয়ে বিদায় নিয়েছিল আজহার আলীর টিম।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে অসমাপ্ত থেকে গেছে পাক-বাংলা টি-টোয়েন্টি সিরিজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলে আসে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই টেস্টে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি।
এই বছর শ্রীলঙ্কার সাথে টাইগারদের সিরিজ না হওয়ায় আর মাঠে নামা হচ্ছে না মুশফিক-তামিমদের। সবশেষ শ্রীলংকা সফর হওয়ার কথা থাকলেও লংকান বোর্ডের কঠিন শর্তের কারণে সফর স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনা প্রকোপে এই বছর ভেস্তে গেছে জমকালো ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। তবে ক্রিকেটারদের খেলায় রাখতে তিন দলের প্রেসিডেন্টস কাপ আয়োজন করছে বিসিবি। এরপর একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে দেশের ক্রিকেট বোর্ড। খবর-যুগান্তর