13635

05/05/2025 সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা, প্রশ্ন টাকা পাচারের জবাবদিহি কে করবে?

সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা, প্রশ্ন টাকা পাচারের জবাবদিহি কে করবে?

রাজটাইমস ডেস্ক

৬ এপ্রিল ২০২৩ ২৩:২৭

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ টাকা পাচারের জবাবদিহি কে করবে- সংসদে এ প্রশ্ন রেখে অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, ‘মন্ত্রী (আ হ ম মুস্তফা কামাল) এখানে (সংসদ) থাকেন না। কোন মন্ত্রীর কী দায়িত্ব, সেটাও তিনি জানেন না। কে কী কাজ করেন, তার কোনো জবাবদিহিও নেই। ব্যাংকের যেমন জবাবদিহি নেই, মন্ত্রীদেরও জবাবদিহি নেই।’ খবর যুগান্তরের। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কোথাও জবাবদিহি না থাকলে দেশ কিভাবে চলবে- এমন প্রশ্ন রেখে এই সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যাংকের লাইসেন্স দেন। সেটা কিভাবে চলবে, তা ঠিক করবে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ। তাদের জবাবদিহির মধ্যে আনতে হবে। ’

কেন জনগণের টাকা লুটপাট হচ্ছে, কে এসবের জন্য দায়ী, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের দাবি জানান কাজী ফিরোজ রশীদ।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জাতীয় পার্টির এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, ‘সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন এক হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন। তিনি পাচার করা অর্থে যুক্তরাষ্ট্রে ব্যবসা-প্রতিষ্ঠান ও একাধিক বাড়ি কিনে বসবাস করছেন। তিনি একা এই কাজ করেননি। বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত প্রত্যেক ব্যাংকে অডিট করে। এক হাজার কোটি টাকা তো এক দিনে নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় কী করল?’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমরা কথা বলতে পারব না। এখানে অর্থমন্ত্রী কখনো থাকেন না। উনি কোনো কথাই শুনতে চান না।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]