14094

05/05/2025 খুলনায় সংঘর্ষে আহত অর্ধশত

খুলনায় সংঘর্ষে আহত অর্ধশত

রাজটাইমস ডেস্ক

২০ মে ২০২৩ ১৫:৫২

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার খুলনায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। তবে বিএনপি নেতাদের দাবি, আহতের সংখ্যা শতাধিক।

এদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা গুরুতর। রাবার বুলেটের আঘাতে কয়েকজনের শরীর ঝাঁঝরা হয়ে গেছে। পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে বলেও অভিযোগ তাদের। তবে পুলিশ বলেছে, বিএনপি নেতাকর্মীরা রাস্তা দখল করে সমাবেশ করায় তাদের সরে যেতে বলা হয়।

তখন তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। ইটপাটকেলে ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে।

এদিন ঢাকা উত্তরসহ ২৭ জেলায় সমাবেশ ছিল বিএনপির। ‘উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে’ এ কর্মসূচি পালন করে দলটি।

এদিকে ফেনীর কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন। এছাড়া নেত্রকোনা ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির ৮৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা প্রেস ক্লাবে লিয়াকত আলী মিলনায়তনে শুক্রবার দুপুরে ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয়। বিকাল ৪টার দিকে সমাবেশে যোগদানের জন্য বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রেস ক্লাবের সামনে আসেন।

এ সময় নেতাকর্মীরা সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করেন। তখন বিপুলসংখ্যক পুলিশ তাদের বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা রাস্তার ওপর বসে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল বের করার চেষ্টা এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। প্রেস ক্লাবের সামনে থেকে বেনী বাবু রোড, শামসুর রহমান রোড ও ম্যাটারনিটি হাসপাতালের সামনে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ সময় লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেটে অন্তত অর্ধশত আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ নেতাকর্মীকে আটক করে। যাদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান, যুবদলের সালাউদ্দিন রয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন-খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, ফুলতলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুষার মোল্লা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু জাফর, কয়রা উপজেলা যুবদল কর্মী ইমরান হোসেন, পাইকগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম, দিঘলিয়া সেনহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমান।

মহানগর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম মনা যুগান্তরকে বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে। আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। যাদের মধ্যে ১৫-২০ জনের অবস্থা গুরুতর।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম যুগান্তরকে বলেন, বিএনপি কোনো অনুমতি না নিয়েই সমাবেশ করছিল। এমনকি তারা রাস্তা বন্ধ করে দিয়েছিল। আমরা তাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করি। তাদের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশের ১১ জন আহত হয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬২ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে।

ফেনী : বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এ সময় বেশ কয়েকজনের বাড়িঘরেও হামলার অভিযোগ পাওয়া গেছে। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, আওয়ামী লীগের এ পরিকল্পিত হামলায় পরশুরামে ৩ জন, ফুলগাজীতে ২ জন, সোনাগাজীতে ৮ জন ও দাগনভূয়ায় ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন-নাজির রোড এলাকার মোহাম্মদ হামিদের ছেলে ইয়াছিন, বারাহীপুরের মো. মনিরের ছেলে মো. রহিম, আনোয়ার হোসেনের ছেলে আবুল হোসেন, বগইড লক্ষ্মীয়ারার আবদুল কুদ্দুসের ছেলে ইয়াছিন আরাফাত, পাঁচগাছিয়ার এনামুল হকের ছেলে আমিনুল হক আরিফ ও মোটবী ইউনিয়নের আবদুর রউফের ছেলে জাফর উল্লাহ বাদল। এ বিষয়ে ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী যুগান্তরকে জানান, এসব ঘটনা বিএনপির দলীয় কোন্দলের ফল। এর সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নেই।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক এএসএম সোহরাব আল হোসাইন তানভীর জানান, মারামারির ঘটনায় ১০ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আগৈলঝাড়া (বরিশাল) : বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম আফজাল হোসেনের বাড়িতে প্রস্তুতি সভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের ২৫-৩০ জন নেতাকর্মী সেখানে হামলা করে। তারা ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় বিএনপির ৯ নেতাকর্মী আহত হয়েছেন।

নেত্রকোনা, দুর্গাপুর, কলমাকান্দা ও কেন্দুয়া : পৃথক অভিযানে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নেত্রকোনা সদরে ১০ জন, পূর্বধলায় ১ জন, দুর্গাপুরে ২ জন, আটপাড়ায় ২ জন, মোহনগঞ্জে ৬ জন, কলমাকান্দায় ৫ জন, কেন্দুয়ায় ৪ জন ও মদনে ২ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

জামালপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ : নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জামালপুর সদর, সরিষাবাড়ী, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুরসহ সারা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রয়েছেন-জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন বাবুল, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার প্রমুখ।

মাদারীপুর ও টেকেরহাট : জামায়াতের মাদারীপুর জেলা কমিটির আমির মাওলানা আবদুস সোবহান খানকে (৫২) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মাদারীপুর শহরের পুরান বাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। সাইদুল কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

বুড়িচং (কুমিল্লা) : ছাত্রদল ও যুবদলের ৩ নেতাকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য এমরান হোসেন ভুঁইয়া ও উপজেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন ভুঁইয়া।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]