14125

05/01/2025 রাজশাহীতে গাড়ি উল্টে বাবা ছেলের মৃত্যু

রাজশাহীতে গাড়ি উল্টে বাবা ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৩ ০০:৪৯

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানমাড়াইয়ের গাড়ি উল্টে ঘটনাস্থলে বাবা-ছেলের মৃত্যু হয়। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবার নাম এন্তাজুল ইসলাম (৬৫) ও ছেলের নামে কোরবান আলী (১৭)। তাঁদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার গহমাবোনা গ্রামে।

পুলিশ জানায়, ধানমাড়াই মেশিনটি বসানো আছে একটি লোহার তৈরি গাড়িতে। এই গাড়িতে চড়ে সকালে ধান মাড়াই করে বাড়ি ফিরছিলেন এন্তাজুল ও কোরবানসহ কয়েকজন শ্রমিক। পথে গাড়িটি উল্টে গেলে চাপা পড়ে বাবা ও ছেলে নিহত হন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা কেউ দেখেনি।

তবে শ্রমিকেরা ধারণা করছেন যে হঠাৎ হর্ন শুনে গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। তবে কোন গাড়ি যে ধাক্কা দিয়েছে, এ রকম কেউ দেখেনি। তাই পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা কোনো মামলা করতে চান না। তাঁরা ময়নাতদন্ত না করেই লাশ নিয়ে গেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]