14363

05/05/2025 বরিশালে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলা

বরিশালে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলা

রাজ টাইমস ডেস্ক :

১২ জুন ২০২৩ ২৩:০৩

বরিশালে হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

কেন্দ্রে পরিদর্শনকালে নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে এ অভিযোগ জানিয়েছেন ইসলামী আন্দোলনের এই মেয়র প্রার্থী।

সোমবার ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।

মেয়র প্রার্থী ফয়জুল করীম বলেন, ‘৩০-৪০ জন ‘নৌকা সমর্থক’ অতর্কিতভাবে এই হামলা চালায়’।

তিনি আরো বলেন, ‘আমাদের ঘিরে হঠাৎ কী নিয়ে তর্ক-বিতর্ক শুরু করল, ফট করে দেখি আমাকে ঘুষি দেয়া শুরু করছে। কিসের আমার উপর হামলা, আমি নিজের লোকদের তখন সরিয়ে দেয়ার চেষ্টা করি। আমি অভিযোগ নির্বাচন কমিশনে দিয়েছি। আমি শেষ রক্তবিন্দু দিয়ে ওদের পতন ঘটিয়ে মাঠ থেকে বিদায় হব।’

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমার গায়ে হাত দিয়েছে, রক্তাক্ত করেছে। (তখন তিনি নিজের নাকের রক্ত দেখান)। আমি কী করেছি? আমি একজন প্রার্থী। আমি তো তাদের মুরব্বি, আলেম মানুষ। আমার উপর আঘাত করতে হবে তাদের। অথচ আমি কিচ্ছু বললাম না ‘

এ নিয়ে মামলা করবেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন শেষ হোক। আমি যেহেতু রক্ত ঝরিয়েছি। আওয়ামী লীগের পতন হওয়ার আগ পর্যন্ত আমি রাজপথ ছাড়ব না।’

এর আগে ভোটগ্রহণ শেষে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের গাড়িতে ভাঙচুর ও তার সাথে থাকা লোকজনের ওপর নৌকার কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলেন। এছাড়া ৮টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]