14382

05/10/2025 ‘বিপর্যয়ের’ মুখে ভারত-পাকিস্তান : ৭ জনের মৃত্যু

‘বিপর্যয়ের’ মুখে ভারত-পাকিস্তান : ৭ জনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

১৪ জুন ২০২৩ ০৪:৪৮

স্থলভাগে আঘাত আনার দুই দিন আগেই ভারতে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ প্রভাবে সাতজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে ভারত ও পাকিস্তান।

মঙ্গলবার (১৩ জুন) ভারতের মুম্বাইয়ে সাগরের পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে চার বালকের। এছাড়া কুচ ও রাজকোট জেলায় গাছ পড়ে ও দেয়াল ধসে মৃত্যু হয়েছে আরো তিনজনের।

বৃহস্পতিবার ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচি রাজ্যের মাঝামাঝি আঘাত হানতে পারে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত ‘বিপর্যয়’।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে।

সূত্র : রয়টার্স

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]