05/05/2025 তাহেরের নেতৃত্বাধীন এনডিপিকে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার
রাজ টাইমস ডেস্ক :
১৫ জুন ২০২৩ ২২:০০
কারি মো. আবু তাহেরের নেতৃত্বাধীন এনডিপিকে ১২-দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয় ১২-দলীয় জোটের এক জরুরি (এনডিপি ব্যতীত ১১ দলের) সভায় কারি মো. আবু তাহেরের নেতৃত্বে এনডিপিকে সর্বসম্মতিতে ১২-দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়। আজ থেকে কারি মো. আবু তাহের ও তার দল এনডিপির সঙ্গে ১২-দলীয় শরিক দলসমূহের কোনো জোটগত সম্পর্ক থাকবে না।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১২-দলীয় জোটের শরিক দল এনডিপি সম্প্রতি একটি হোটেলে আলোচনাসভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে তথাকথিত বৈঠক করে। সেখানে কারি মো. আবু তাহের চলমান আন্দোলন-সংগ্রামকে ব্যাহত করতে কিছু চক্রান্তমূলক বক্তব্য প্রদান করে।
এই ঘটনাকে সার্বিকভাবে ১২-দলীয় জোটের শৃঙ্খলা ভঙ্গ এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড আখ্যায়িত করে কারি মো. আবু তাহের এবং তার দল এনডিপিকে সর্বসম্মতিতে বহিষ্কার করা হয়েছে।