14663

04/30/2025 রাজশাহীতে মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

রাজশাহীতে মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

৮ জুলাই ২০২৩ ০৬:২৯

মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওদেমা বেগমের ১৬ তম মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাই টিভি’র রাজশাহী জেলা প্রতিনিধি শাহরিয়ার অনতু’র সার্বিক তত্বাবধানে সভায় সভাপতিত্বে করেন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে, এটিএন বাংলা সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভি’র জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, প্রেস ক্লাবেব সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহী প্রকাশক সম্পাদক আফজাল হোসেন, প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জননেতা আতাউর রহমান পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে, মরহুমার রুহের মাগফেতার কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]