14684

05/06/2025 বাংলাদেশকে ধবল ধোলাই করতে চায় আফগানিস্তান

বাংলাদেশকে ধবল ধোলাই করতে চায় আফগানিস্তান

রাজ টাইমস ডেস্ক :

১০ জুলাই ২০২৩ ০৩:৩৯

গত এক দশক ঘরের মাটিতে ওয়ানডেতে দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ২০১৪ সালের জুনের পর থেকে শুধুমাত্র ইংল্যান্ডের কাছেই সিরিজ হেরেছে টাইগাররা। তবে এবার আফগানিস্তানের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামে চলমান ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা। এবার শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে ধবল ধোলাই করতে চায় রশিদ-নবিরা।

আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট বলেন, 'এটা গুরুত্বপূর্ণ যে, পরের ম্যাচে আমরা যেন মনোযোগ দেই। আমরা এমনিতে খুব বেশি ভেঙে পড়ি না, খুব বেশি উত্তেজিতও হই না।

এশিয়া কাপ ও বিশ্বকাপের দিকে তাকিয়ে উন্নতি করতে চাইলে এখানেই আমরা তৃপ্ত হতে পারি না। এরকম প্রতিযোগিতায় ও টুর্নামেন্টে জিততে হয় এবং সেই জয়ের ধারা ধরে রাখতে হয়। একটা সিরিজ জিতেই রিল্যাক্স করা যায় না। ধরে রাখতে হয়। আমাদের সামনে তাই চ্যালেঞ্জ হলো পারফরম্যান্স ধরে রাখা।'

তিনি আরও বলেন, 'তবে বাংলাদেশ ভালো দল। আমার মনে হয়, তারা এখানে (সিরিজ) হারেনি কত বছর ধরে? ৮ বছর… ওহ, ইংল্যান্ডের সঙ্গে একটি মিল থাকা দারুণ ব্যাপার। এটা ভালো। আশা করি, তৃতীয় ম্যাচটিও আমাদের ভালো যাবে এবং ৩-০ করতে পারব।'

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]