1469

05/02/2025 ২৫ টাকা দরে আলু বিক্রয় করবে টিসিবি

২৫ টাকা দরে আলু বিক্রয় করবে টিসিবি

রাজটাইমস ডেস্ক

২১ অক্টোবর ২০২০ ১৭:৩৪

অসহনীয় নিত্যপন্যের দাম সহনীয় মাত্রায় রাখতে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২৫ টাকা দরে আলু বিক্রয় করবে।

বুধবার (২১ অক্টোবর) থেকে এই দরে বিভিন্ন স্পটে আলু বিক্রি করা হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রত্যেকে ব্যক্তি ২ কেজি করে আলু কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নায্যমূল্যে দ্রব্যমূল্য বিক্রয়ে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]