14778

05/05/2025 নির্বাচন প্রত্যাখ্যান করলেন হিরো আলম

নির্বাচন প্রত্যাখ্যান করলেন হিরো আলম

রাজ টাইমস ডেস্ক :

১৮ জুলাই ২০২৩ ০৩:০৩

নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

আশরাফুল আলম বলেন, “এটা (নির্বাচন) পরিকল্পিত হয়েছে। হত্যা পরিকল্পনা থেকে আমার ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি। আমি এই নির্বাচন বর্জন করলাম। নির্যাতনের কথা জানিয়ে শুধু যুক্তরাষ্ট্র দূতাবাস কেন, যেখানে যেখানে দরকার সব জায়গায় আমি চিঠি পাঠাব।”

এদিন দুপুরে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হিরো আলমকে মারধর করা হয়। একটি বেসরকারি হাসপাতালের শুশ্রুষা নিয়ে সুস্থ হলে তিনি সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের লোকজন হত্যার উদ্দেশ্যে তার ওপর এই নির্যাতন চালিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]