1478

05/02/2025 মিরপুরে হাসপাতালে অগ্নিকাণ্ড

মিরপুরে হাসপাতালে অগ্নিকাণ্ড

রাজটাইমস ডেস্ক

২২ অক্টোবর ২০২০ ০০:৪০

রাজধানী ঢাকার মিরপুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল চারটার দিকে মিরপুরের ডা. এম আর খান শিশু হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এই ঘটনায় এখন পর্যন্ত কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায় নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে হাসপাতালে গিয়ে অগ্নি-নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে পাঠানো হয় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালটির পাশাপাশি দুটি বহুতল ভবনের মাঝের জায়গায় দুই তলা পর্যন্ত উঠিয়ে উপরে টিনশেড দেয়া হয়েছে।  সেখানে শিশুদের বিভিন্ন খেলনা রেখে ‘প্লে গ্রাউন্ড’ তৈরি করা হয়েছে।  সেখানেই আগুন লেগেছে। খবর-যুগান্তর

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]