14938

05/06/2025 রোববার দেশব্যাপী আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা

রোববার দেশব্যাপী আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা

রাজ টাইমস ডেস্ক :

৩০ জুলাই ২০২৩ ০৩:০২

বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রোববার (৩০ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রোববার দেশব্যাপী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি করা হবে। রাজধানীর প্রতিটি থানাসহ সব মহানগর, জেলা ও উপজেলায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]